
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি দর্শকমহলে আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন এ পরিচালক। যেখানে সিনেমা প্রসঙ্গ থেকে শুরু করে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারে সৃজিতকে কাজ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে আমি প্রচণ্ডই নৃশংস, প্রচণ্ডই নির্লজ্জ। দরকারে এমন মানুষের কাছেও রোল নিয়ে গিয়েছি, যে আমার প্রভূত ক্ষতি করেছে। শত্রুর কাছে যেতেও অসুবিধা হয় না আমার।’
কাজের বিষয়ে নিজেকে নৃশংস উল্লেখ করে বলেন, ‘যতক্ষণ না খুঁতখুঁত ভাবটা মিটছে, সহকর্মীদেরও জ্বালিয়ে মারি। ১৮-২০ ঘণ্টাও কাজ করেছি— সেটা এডিটিং হোক কিংবা যা কিছু। শুটিংটা আমার হাতে থাকে না। এর কারণ প্রযোজকেরা ১২-১৫ দিনের সময় বেঁধে দেন। তবে পোস্ট প্রোডাকশনে আমি খুঁতখুঁতে ভাবটা চালিয়ে যাই।’
এদিকে কলকাতার কালীঘাট মেট্রোতে প্রকাশ্যে চুম্বন করার বিষয়ে পরিচালকের ভাষ্য, ‘চুমু খেতে ইচ্ছে হয়েছে, তাই খেয়েছে। এত আলোচনার কী আছে! গণতান্ত্রিক দেশে দু’জন মানুষ একে অপরকে ভালোবাসতে চেয়েছে, আদর করতে চেয়েছে, বেশ করেছে। ট্রোলিং হচ্ছে কেন জানি না।’
খাবার নিয়ে সৃজিত বলেছেন, ‘বিদেশের লোকাল ক্যুইজিনের প্রতি আমার বিশেষ ঝোঁক আছে। অধিকাংশই আমিষ খাই, নানা ধরনের মাংস, নানা প্রাণীর, সবই ট্রাই করি। খেতে আমি ভীষণই ভালোবাসি।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]