রাজনীতিবিদ বিয়ে করতে চাওয়ার কারণ জানালেন সিঁথি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:১১
রাজনীতিবিদ বিয়ে করতে চাওয়ার কারণ জানালেন সিঁথি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাইরাল কন্যা ফারজানা সিঁথি জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদ বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাত্র হিসেবে রাজনীতিবিদ পছন্দ বলে জানান তিনি।


সিঁথি বলেন, ‌‌‌আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই।


তিনি আরও বলেন, যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করিও তাহলে রাজনীতিবিদকে করবো কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে, তাই রাজনীতিবিদ চয়েজ করব।


এদিকে, দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মডেল হয়েছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে সহমডেল কাজ করেছেন শেখ সাদী।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com