
দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সি বি জামান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘উজান ভাটি’র এই গুণী পরিচালক।
নির্মাতার ছেলে সি এফ জামান মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা গত এক সপ্তাহ আগে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিইউতে ছিলেন। জানাজা কিংবা দাফন নিয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।
প্রসঙ্গত, সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, কুসুম কলিসহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]