
আমির খান ও কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’বাদ পড়ল অস্কার দৌড়ে। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়। সেখানে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় ‘লাপাতা লেডিজ’। কিন্তু সেই ছবি ছিটকে যায় অস্কারের বাছাই পর্ব থেকেই।
ভারতের গ্রামের বউদের গল্পে নির্মিত ছবি ‘লাপাতা লেডিজ’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি রুপির বাজেটে তৈরি এই ছবির আয় পঁচিশ কোটির একটু বেশি।
প্রধান বিচারপতির সঙ্গে বসে ‘লাপাতা লেডিস’ দেখলেন আমির-কিরণ তবে সমালোচকমহলে তা সমাদৃত হলেও পরবর্তীতে ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]