শাবনূরের জন্মদিনে ‘চাওয়া থেকে পাওয়া’
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮
শাবনূরের জন্মদিনে ‘চাওয়া থেকে পাওয়া’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৭ ডিসেম্বর অভিনেত্রী শাবনূরের জন্মদিন। এ উপলক্ষ্যে এদিন সালমান শাহ-শাবনূর জুটির ‘চাওয়া থেকে পাওয়া’ দেখানো হবে বিকেল ৩.০৫ মিনিটে চ্যানেল আইতে।


২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর পর মুক্তি পায় এ ছবিটি।


তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। ছবিটি পরিচালনা করেছেন এম এম সরকার। সালমান শাহ-শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি।


চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ।


চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী।


ছবিটিতে আটটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর ও আগুন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com