প্রথমবারে মতো নেতিবাচক চরিত্রে বুবলী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২
প্রথমবারে মতো নেতিবাচক চরিত্রে বুবলী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো ‘পিনিক’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শবনব বুবলী। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল।


রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পাশেই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন বুবলী।


সিনেমার প্রযোজক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।


গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় ‘পিনিক’র শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমার শুটিং করেছেন দুজনে।


আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতা জাহিদ জুয়েলের। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপন বানিয়েছেন তিনি।


পরিচালক জানান, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com