শিরোনাম
মঞ্চে গান গাইলেন আলমগীর
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৪:০৮
মঞ্চে গান গাইলেন আলমগীর
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

চিত্রনায়ক আলমগীর, এ দেশের চিরসবুজ নায়ক হিসেবে সমাদৃত। সিনেমার পর্দায় এবং বাস্তব জীবনে একইরকম তিনি। চলচ্চিত্রের নায়ক হিসেবে বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি যে বেশ ভালো গান গাইতে পারেন তাও কম বেশি অনেকেই জানেন।


চলচ্চিত্রে অভিনয়ে যখন তিনি দারুণ ব্যস্ত সে সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেছেন। যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে গান গাইতেন তিনি। তবে এবার বহুদিন পর মঞ্চে গান গাইলেন আলমগীর।


গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ার ও তার সহধর্মিনী জোহরা গাজীকে নিয়ে কিছু বলতে গিয়ে মঞ্চে উঠেন আলমগীর। গাজীর গানের গল্প করতে গিয়েই দর্শকের অনুরোধে আলমগীরকে গান গাইতে হয়। দর্শকের অনুরোধে আলমগীর গেয়ে উঠেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান।


গানগুলো হলো- ‘নাগরদোলা’ সিনেমার ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘সোনা বউ’ সিনেমার ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য’ এবং ‘গোলাপী এখন ট্রেন’ সিনেমার ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’।


গান গাওয়া শেষে আলমগীর গাজী মাজহারুল আনোয়ারের উদ্দেশ্যে বলেন, ‘দর্শকের অনুরোধে গাজী ভাইকে শ্রদ্ধা জানাতেই মনের সুখে গান গেয়েছি। আমরা এমনই জাতি যারা গাজী ভাইয়ের মতো গুণী ব্যক্তিত্বদের সম্মান জানাতে জানি না। কিন্তু আজ উত্তরা ক্লাবে ইমরুল আনোয়ার লিটন গাজী ভাইয়ের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়েছে তা সত্যিই তুলনাহীন।’


এদিকে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কনকচাঁপা, বাদশা বুলবুল, দিঠি আনোয়ার ও অপু। অনুষ্ঠানটির শুরুতে উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ।


উল্লেখ্য, আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আমার জন্মভূমি’। তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল ‘দস্যুরানী’। এতেই প্রথম তিনি শাবানার সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। দর্শকের কাছে আলমগীর-শাবানা জুটি’র ব্যাপক গ্রহণযোগ্যতা ছিলো এবং এখনো আছে। এই জুটিই এদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক একশো’র অধিক চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।


১৯৮৫ সালে তিনি ‘মা ও ছেলে ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর আরো আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার দীর্ঘদিনের চলচ্চিত্রের ক্যারিয়ারে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি চলচ্চিত্রে গান গেয়েছেন। সত্যসাহার সুরে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। ‘আগুনের আলো’ , ‘কার পাপে’, ‘ঝুমকা’ ও ‘নির্দোষ’ চলচ্চিত্রে তিনি প্লে-ব্যাক করেছেন।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com