হঠাৎ দেবকে ‘আনফলো’ করলেন রুক্মিণী
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:২৮
হঠাৎ দেবকে ‘আনফলো’ করলেন রুক্মিণী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব আর রুক্মিণী মৈত্র। তাদের প্রেম-ভালোবাসা নিয়ে দর্শকদের রয়েছে অনেক আগ্রহ। এবার হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুক্মিণী দেবকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে টলিপাড়ায় নতুন করে তাদের নিয়ে চর্চা শুরু হয়েছে।


টলিপাড়ার কেউ কেউ দাবি করছেন, দেব আর তার ‘দেবী’র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।


ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত-সহ ছবির গোটা দল। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি ‘সিঙ্গেল (একলাই)’ এই ভিডিওই নাকি দুই অভিনেতার মনোমালিন্যের কারণ।


জানা গেছে, এর পরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে।


সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা উভয়েরই। কিন্তু সে দিন কোনও অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না বরং দেব-রুক্মিণী হাসতে হাসতে ঘটনা উপভোগ করেন।


সত্যিই যদি কিছু সমস্যা থেকে থাকে, তা হলে রুক্মিণীকে অন্তত সে দিনের অনুষ্ঠানে ও ভাবে দেখা যেত না। যদিও পরে করতে আসরে নামেন অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’ করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গিয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com