
সন্তানের বাবার পরিচয় না জানিয়েই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী পাইরেটস অফ ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী।
অভিনেত্রী অ্যাম্বারের ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।
ইতোমধ্যে অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তাকে এবং ওনাঘের মঙ্গল কামনাও করেন অনুরাগীরা।
উল্লেখ্য, অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন জনি ডেপ। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো ছিল না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে স্পেনে চলে আসেন অ্যাম্বার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]