ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ থেকে শুরু করে রক্তদান, সব কিছুতেই ট্রলিংয়ের স্বীকার হয়েছেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাখা-পলা না পরা, কোনও কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে৷
শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার তবুও হার মানেনি। আর এই কথা নিজেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক ভাই বলেছেন। বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে এবার ঠিক উলটো চিত্র দেখা গেল। এক ভক্তের আবদার শুনে তাকে মঞ্চ থেকেই একহাত
নিলেন তিনি।
সম্প্রতি এক তথ্যপ্রযুক্তি সংস্থার ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। বাংলার পাশাপাশি হিন্দি গানও এদিন গেয়েছেন গায়িকা। তবে হঠাৎ এক ভক্ত বলে ওঠেন বাংলা গান শুনব না, হিন্দি গান করুন।
একথা শুনেই মেজাজা হারার ইমন। মঞ্চ থেকেই প্রতিবাদ করে, কড়া ভাষায় এর জবাব দেন গায়িকা। ইমন বলেন, ‘জোরের সঙ্গে বলো যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিতো। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ, বাংলা গান শুনবে না বলছো?’
গায়িকা আরও বলেন, ‘পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান, যা শোনার নিজের বাড়িতে শোনো। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলার? এই সাহস কে দিল? এই ভন্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো।’
প্রসঙ্গত, ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসংগীত এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকা রয়েছে ইমনের গান। ইন্দিরা ধর মুখার্জির পরিচালনায় ‘পুতুল’ ছবির জন্য ‘ইতি মা’ নামে একটি গান গেয়েছিলেন ইমন। আর সেই গানই এবার অস্কারের দৌড়ে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]