বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী রেহান
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫২
বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী রেহান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী রেহান রাসুল বিয়ে করেছেন।


শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি।


ছবিতে দেখা যায়, পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।


এই শিল্পীর এমন হুট করে দেওয়া বিয়ের খবরে অনেকটাই চমকে গেছেন তার অনুরাগীরা। একজন অভিনন্দন জানিয়ে লিখেছেন, বাজে স্বভাব ছেলের কাছে লাল টুকটুক বউয়ের সমর্পণ! আরেকজন লিখেছেন, সত্যিই চমকে গেলাম, কেমনে কি!


বিয়ে প্রসঙ্গে রেহান রাসুল বলেন, সবাইকে বলে আসছি বিয়ে করব না। এমন মানুষ পাব, কখনও চিন্তাও করিনি। আমাকে সবাই যেভাবে চেনে-বাজে স্বভাব, ছন্নছাড়া, মুখের ওপর কথা বলে দেওয়া ছেলেটা, এই মানুষটাকে সে ভালোবাসে।


জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। ২০১৬ সালে পরিচয় তাদের। এর মাঝে এক লম্বা গল্প। একসাথে একটি রেডিওতে কাজ করতেন তারা। তখন অবশ্য তারা বন্ধু। ২০২৩ সালে একে অপরের যোগাযোগ বাড়ে, এরপর ২০২৪ সালে প্রেম শুরু করেন তারা। এরই এক ফাঁকে বিয়ে করে নেন এই শিল্পী।


উল্লেখ্য, বর্তমানে গান নিয়ে ব্যস্ত তিনি। খুব শিগগিরই তার নতুন গান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ সিনেমায় ‘গভীরে’ ও ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ গানটি গেয়ে আলোচনায় আসেন রেহান রাসুল।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com