শিরোনাম
‘পুষ্পা টু’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, নায়কের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭
‘পুষ্পা টু’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, নায়কের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহু আলোচিত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে। হায়দরাবাদে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে জড়ালেন সিনেমাটির অভিনেতা আল্লু অর্জুন।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এই বিশৃঙ্খলার জন্য দায়ীদের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে বলেই জানাই পুলিশ।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল।


সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের।
পুলিশের মতে, জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। এমনকি এই ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় তাদের।


পুলিশ আরও জানিয়েছে, আহত ওই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।


পুলিশের তথ্যানুসারে, শুধু ‘পুষ্পা টু’ দেখতে নয়, হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিনেমার নায়ক ও প্রযোজনা টিমকে দেখতে। উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com