ভ্রমণে গিয়ে কোরিয়ান অভিনেতার মৃত্যু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬
ভ্রমণে গিয়ে কোরিয়ান অভিনেতার মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শুক্রবার (২৯ নভেম্বর) চীনে ভ্রমণে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।


বুধবার (৪ ডিসেম্বর) ইউহা উইমেনস ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য সম্পন্ন হবে।


পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময় সেরা। সবাইকে রেখে সর্গে চলে গেছেন তিনি। আমরা আর তার অভিনয় দেখতে পাব না। তবে তাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব আমরা।


এছাড়া এ অভিনেতার ছোট ভাই পার্ক জে হিউং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রামে সোমবার (২ ডিসেম্বর) এক পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন। আর সবাই এটা বুঝে নিন যে, আমরা পৃথক কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না।


উল্লেখ্য, ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা পান পার্ক মিন জে। এরপর ‘লিটল উইমেন’, ‘স্ন্যাপ অ্যান্ড পার্ক’, ‘কোরীয় খিতন ওয়ার’সহ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন এই অভিনেতা।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com