নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৪০
নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন আপাতত নাটক থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানান তিনি।


সোমবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাসে ফারিয়া জানান, আর নাটকে দেখা যাবে না অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


অভিনেত্রী ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’


উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে পা রাখেন ফারিয়া। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে নিজের জায়গা গড়ে তোলেন তিনি। ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনেত্রীর কাজ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com