অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন বিক্রান্ত ম্যাসি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন বিক্রান্ত ম্যাসি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউডের অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। অভিনেতা এক পোস্টে নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই ভাটা পড়েছে অভিনেতার ভক্তদের হৃদয়ে। প্রিয় তারকার সিনেমা আর দেখতে পাবেন না জেনে ভীষণ মন খারাপ তাদের।


ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র জানিয়েছে, ইনস্টাগ্রামে দেওয়া একটি নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা, পুত্র এবং একজন অভিনেতা হিসেবে।


অভিনেতা আরও লেখেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।


গেল বছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে এটি। সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত।


উল্লেখ্য, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন বিক্রান্ত। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান অভিনতো। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’র মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ দেখা গেছে বিক্রান্ত।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com