পাপারাৎজিদের ক্যামেরাতে ধরা পড়লেন তৃপ্তি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৫
পাপারাৎজিদের ক্যামেরাতে ধরা পড়লেন তৃপ্তি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার সিনেমা অ্যানিম্যালে রণবীরের সঙ্গে বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকেই চর্চায় নায়িকা।


রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন তৃপ্তি। যদিও পাপারাৎজিদের ক্যামেরা দেখেই মুখ লুকিয়েছেন তিনি। তাই বলে নিজেকে আড়াল করতে পারেননি। প্রেমিকের সঙ্গে তৃপ্তির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


নায়িকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন নয়। ‘ভুলভুলাইয়া ৩’র মতো ব্লকবাস্টার সিনেমা এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করে পাপারাৎজিরা।


রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন ফটোগ্রাফাররা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন নায়িকা। এসময় তৃপ্তির পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন অভিনেত্রী। তাতেও মিলল না রেহাই।


এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সাথে দেখা গেছে তেমনটা নয়। চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।


এর আগে তৃপ্তির 'ব্যাড নিউজ' ছবিটির রিভিউ করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের 'তৌবা তৌবা' গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন, ‘দারুণ পারফরম্যান্স’।


শোনা যায়, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্ণেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্ণেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী অভিনেত্রীর বর্তমান প্রেমিক।


তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুল ভুলাইয়া ৩-তে দেখা গেছে। আগামিতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com