বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৩:১০
বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা নিজেই খবরটি জানিয়েছেন।


২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তিনি।


এ ব্যাপারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কেয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।


মাত্র ১৪ বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম অভিনয় করেন। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন তিনি।


চলচ্চিত্রে নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন কেয়া।


তবে নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com