
দীর্ঘ সময় ধরেই রুপালি পর্দায় দেখা যাচ্ছে না ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে নিজেকে পরিবর্তন করে আবার ফিরে আসার কথা নিজেই জানিয়ে শুধু সময়ের অপক্ষো বললেন এ অভিনেত্রী।
‘বিউটি কুইন’ খ্যাত এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা, সোশ্যাল মিডিয়া, ফটোশুট নিয়ে। তবে ভক্তরা আবারও তাকে দেখতে চান সিনেমার পর্দায়।
এ প্রসঙ্গে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে অপুর বলেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এজন্য যদি আরও সময় লাগে লাগুক; কোনো আফসোস নেই।
কারণ জানিয়ে অপু বলেন, আমার সংখ্যার দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।
একটু সময় চেয়ে অপু বলেন, সিনেমার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি, ক্যানভাসসহ আরও অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]