বিয়ে কবে করছেন জানালেন ববি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪৯
বিয়ে কবে করছেন জানালেন ববি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববি। ‘বউ’ নামের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি এফডিসিতে আয়োজিত হয় সিনেমাটির মহরত। আর সেখানেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।


সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে সিনেমাটি।


সিনেমার মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে চিত্রনায়িকা জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।


নতুন বাংলাদেশ নিয়ে কী ভাবছেন ববি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, তাই সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।


‘বউ’ সিনেমা নির্মাণ করবেন কে এ নিলয়। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, চলতি মাসের শেষে শুটিং শুরু হবে সিনেমাটির। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে এটি।


প্রসঙ্গত, সর্বশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় দেখা গেছে ববিকে। গত ঈদুল আজহায় মুক্তি পেলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনায় ছিলেন ববি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com