
বর্তমান সময়ের টালিউডের অন্যতম চর্চিত জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই তাদের সংসার বড় হয়েছে। দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারকা দম্পতির। এখন মেয়েকে নিয়েই দিন কাটছে তাদের। কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি মা হন, সেটি নাকি চাননি কাঞ্চন! এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীময়ী।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান, দোল পূর্ণিমার সময়ই জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। আর রাসপূর্ণিমায় তাদের সঙ্গে রয়েছে তাদের একরত্তি সন্তান কৃষভি। যদিও এখনও আনন্দ আঁতুড় না ওঠায় ঠাকুরের কোনও কাজ করতে পারছেন না অভিনেত্রী। তবুও বাড়িতে রাসের পূজা কিন্তু বাদ যায়নি। আর সেই আবহেই শ্রীময়ী জানান কাঞ্চন চাননি তিনি এত অল্প বয়সে মা হন।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'কাঞ্চন আমাকে বলেছিল ২৭ বছরেই মা হবি? আর একটু সময় নে। কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি। সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি যে আমি সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে এবার তিন জন একসঙ্গে সময় কাটাতে পারি।' ফলে স্বামী নিষেধ করলেও, মা হওয়ার সিদ্ধান্ত যে শ্রীময়ীই নিয়েছেন সেটা জানিয়ে দেন।
বর্তমানে মেয়েকে নিয়ে রাত জাগতে হচ্ছে অভিনেত্রীর। যদিও তাতে নাকি কষ্ট নেই। তিনি কখনও ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা। ফলে ছোট্ট কৃষভিকে ঘিরে যে মল্লিক বাড়ি এখন মাতোয়ারা সেটা বলাই যায়।
শ্রীময়ী এদিন আরও জানান যেহেতু মেয়েকে পুরো বাবার মতোই দেখতে হয়েছে, গায়ের রং গোলাপি। যদিও কাঞ্চনের বাবার জন্মদিনেই সন্তানের জন্ম হোক চেয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অর্থাৎ ১৭ নভেম্বর। কিন্তু কৃষভি অনেকটা বড়সড় হয়ে যায়, সেদিন দুপুরে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর ২ মার্চ সামাজিক রীতিতে বিয়ে করেন তারা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]