শিরোনাম
বিয়ে পিঁড়িতে বসছেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:২০
বিয়ে পিঁড়িতে বসছেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। সদ্যই পথ চলা শুরু করা এই অভিনেত্রী ২০১৯ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। টেলিভিশন পর্দায় নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। সাবলীল অভিনয়ে এখন তিনি পর্দার প্রিয় মুখ। তবে ক্যারিয়ারের এই রেখাটা দূরের নয়, এরইমধ্যে সংসার জীবনে পা দিচ্ছেন তিনি।


মাত্র বছর খানেক আগে পরিচয় হয় সংবাদপত্রের মার্কেটিং বিভাগে কর্মরত এক তরুণের সঙ্গে। সেই তরুণকেই বিয়ে করছেন এই অভিনেত্রী। তবে কোন পত্রিকায় কাজ করেন হবু স্বামী সে কথা বলতে রাজি নন তিনি।


জানা যায়, চলতি বছরের জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের অনুরাগী ছিলেন উর্বী।


এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিকভাবে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এখন শুধু বিয়ের দিনক্ষণ ঘোষণার বাকি রয়েছে। একাধিকবার সাক্ষাৎকার দিতে হয়েছে হবু পাত্রকে।


গত চার মাস ধরে বিয়ের পরিকল্পনা করছেন তারা। বিয়ের কেনাকাটাও করছেন। এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারতে যাচ্ছেন তারা।


বিবার্তা/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com