দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ৬ষ্ঠ বিবাহবার্ষিকী। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে স্বপ্নের বিবাহ সেরেছিলেন তারা। এরপর একে একে কেটে গেল ৬টি বছর। এরই মাঝে তাদের কোলে এসেছে ছোট্ট কন্যা সন্তান। নাম রেখেছেন ‘দুয়া’। কন্যা সন্তান আসার পর এটাই তাদের প্রথম বিবাহবার্ষিকী।
কিন্তু কীভাবে শুরু হয়েছিল রণবীর-দীপিকার প্রেম? অনেকেই জানেন, তাদের প্রেম শুরু হয়েছিল ‘গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা’ ছবির সেট থেকেই। কিন্তু এই সেটে কী ঘটেছিল? একটি টক শো-তে সে কথা জানান রণবীর।
রণবীর সেই শো-তে বলেছিলেন, একটি বিশেষ দিনের কথা। দিনটি ছিল ছবির ব়্যাপ আপের দিন। সেটে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই সবাই কাঁকড়া খাচ্ছিলেন। দীপিকা ও রণবীর কথা বলতে বলতেই কাঁকড়া খাচ্ছিলেন। হঠাৎ রণবীর দেখেন, দীপিকার দাঁতের ফাঁকে কাঁকড়া লেগে রয়েছে। সেইটা রণবীর দীপিকাকে বলেও দেন। রণবীর ভেবেছিলেন দীপিকা বোধহয় খুব অপ্রস্তুত হবেন। লজ্জায় পড়বেন। কিন্তু তা হল না। দীপিকা এক ফোঁটাও অপ্রস্তুত হলেন না। বরং রণবীরকেই বললেন, দাঁত থেকে কাঁকড়াটা বের করে দিতে। এতে উল্টে সমস্যায় পড়লেন রণবীরই। লজ্জাই পেলেন। তবুও তিনি হাত দিয়েই দীপিকার দাঁত থেকে কাঁকড়া বের করে দিলেন। তার সেই সময়ে যেন রণবীরের মতো হল তার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সেদিন যেন নতুন করে দীপিকার প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর। সূত্র: এবিপি আনন্দ
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]