সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিকের হরর কমেডি ছবি 'ভুল ভুলাইয়া ৩'। আনিস বাজমি পরিচালিত এই ছবি দিওয়ালি উপলক্ষে মুক্তি পায় বক্স অফিসে। সিনেমায় রুহ বাবার চরিত্র দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছেন তিনি।
তবে এবার নিঃসন্দেহে কার্তিকের জন্য চ্যালেঞ্জটা কঠিন ছিল। কারণ তার বিপরীতে ছিল ‘সিংহাম’ অজয় দেবগন। রোহিতের ক্রপ ড্রামা-র যে কতটা চাহিদা থাকে, তা আগে দেখেছে দর্শক। তাই আগে থেকেই জানা ছিল, এবারের লড়াইটা খুব একটা সহজ হবে না দুই তারকার জন্য।
আপাতত ভুল ভুলাইয়া আর সিংহাম এগেইন মুক্তির পর কেটে গেছে ১৩ দিন। চলুন একনজরে দেখে নেওয়া যাক, বক্স অফিসে বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে এই দুই ছবি-
স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, 'ভুল ভুলাইয়া ৩' বুধবার ৩ কোটি ৮৫ টাকা সংগ্রহ করেছে। যা এই ছবির সর্বনিম্ন সংগ্রহ। ফলে ১৩ দিন শেষে সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১২ কোটি ১০ লাখ টাকায়।
অন্যদিকে 'সিংহাম এগেইন' বুধবার সংগ্রহ করেছে ৩ কোটি ১৫ লাখ টাকা। ছবির মোট কালেকশন বেড়ে হয়েছে ২১৭ কোটি ৬৫ লাখ টাকা।
সম্প্রতি সিনে বিশ্লেষক তরণ আদর্শ কার্তিককে নিয়ে টুইট করেন, ‘এটি একটি দুর্দান্ত ব্যাপার যে কার্তিকের ছবিটি ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। এটি তার প্রথম সিনেমা যা মুক্তির মাত্র নয় দিনের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছে। এর আগে ১০০ কোটির কয়েকটি হিট ছবি করলেও এবারই প্রথম ২০০-এর মাইলফলক অতিক্রম করলেন তিনি।’
অন্যদিকে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তিতে ছিল তারকাদের মেলা। অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, করিনা কাপুর খান , দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর এবং জ্যাকি-শ্রফরা কাজ করেছেন এক ছবিতে।
তবে সেভাবে বক্স অফিস মাতাতে পারেনি সিংহাম এগেইন। খবর রয়েছে, অ্যামাজন প্রাইমে আসতে পারে এটি। ২০২৪-এর ডিসেম্বরে দেখা যাবে ওটিটি প্লাটফর্মে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]