কিছুদিন আগে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক মুহূর্তের জন্যও মেয়ের থেকে দূরে থাকতে চান না তিনি। মেয়ে দুয়া পাড়ুকোন সিংহ। কোনও কাজের লোক না রেখে নিজের হাতেই মেয়ের সমস্ত কাজ করছেন দীপিকা। মেয়েকে সময় দেওয়ার জন্যই এখন কোনও সিনেমার কাজ করতে চাইছেন না দিপীকা। এদিকে তার জন্য নাকি দিন গুনছেন ‘কল্কি ২৮৯৮ এডি’-র কলাকুশলীরা।
ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তবে এই ছবিটির সিক্যুয়ালও তৈরি হওয়ার কথা। তার কাজ শুরু হওয়ার কথা সম্প্রতিই। তবে সেই শ্যুটিং আটকে রয়েছে দীপিকার জন্যই। বর্তমানে কাজে যোগ দিতে চাইছেন না তিনি।
জানা গিয়েছে, দীপিকাকে বাদ দিয়েই শ্যুটিং শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তবে দিপীকার চরিত্রটি ‘কল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় ধাপের জন্য গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া এই শ্যুটিং সম্ভব নয়।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার মত এবার দীপিকা পাড়ুকোনও জন্মের পরে সন্তানের কোন ছবি প্রকাশ্যে আনেননি। জন্মের বেশ কিছুদিন পরে, যখন নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল।
দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে ‘দুয়া’ শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা।
সন্তানকে নিয়ে ঘরে আসার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা। সেখানে লেখা ছিল, ‘খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।’ বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সমস্ত কাজ করছেন। সূত্র: এবিপি আনন্দ
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]