
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন এই অভিনেতা। সময় পেলেই তিনি স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যান। এরই মধ্যে চীন ছাড়া স্ত্রী জারার সঙ্গে এশিয়ার সব দেশেই ঘুরেছেন বলে জানান এই ব্যস্ত তারকা।
তবে বিদেশে ছুটি কাটানোর একটা বিশেষ কারণও রয়েছে বলে জানালেন তৌসিফ মাহবুব। কক্সবাজারে নিয়মিত শ্যুটিং করলেও স্ত্রীকে নিয়ে সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। কারণ স্ত্রীর সঙ্গে কাটানোর সময় তাকেই দিতে চান তৌসিফ।
তিনি বলেন, কক্সবাজারে ঘুরতে গেলে যেটা হয় অনেকেই এসে ছবি তুলতে চান। তখন দর্শকদের সেই সময়টা দিতে হয়। ফলে দেখা যায় স্ত্রীকে অনেক সময়ই দূরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি জানি ও (জারা) এটা নিয়ে কখনোই মন খারাপ করে না। তবু আমি চাই ছুটির সময়টুকু যেন আমার কাছে পুরোটাই সে পায়।
তৌসিফ বলেন, কেনাকাটায় খুব একটা আগ্রহ নেই। তবে বেড়ানোর পেছনে অনেক টাকা খরচা হয়। এ ছাড়া আমি ভীষণ ভোজনরসিক। একদিন ছুটির দিনে অনলাইনে ১৭টি রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করেছিলাম। একপর্যায়ে দারোয়ান আমাকে ফোন দেয় স্যার আপনারা কতজন বাসায়। সেদিন তো আমি আর স্ত্রীই শুধু বাসায় ছিলাম। মূলত এত অর্ডার দেখে দারোয়ানও অবাক হয়েছিল।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]