
বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী সারা আলী খান। ক্যারিয়ারের শুরুতে অনেকের সাথেই প্রেমের সম্পর্কের কথা শুনা গিয়েছিল সাইফ কন্যার সাথে। এবার নেতার ছেলের সাথে প্রেমের গুঞ্জনের খবর ছড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, কেদারনাথ দর্শনের ছবি থেকে সারাকে নিয়ে এ গুঞ্জন উঠেছে।
প্রতি বছর কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কাপূরের সঙ্গে গিয়েছেন। এবারও সারা আলি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি দিয়েছেন। কিন্তু কার সঙ্গে গেছেন তা জানাননি।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যেন কোনো কিছুই আড়াল করা সম্ভব নয়। ধরা পড়ে গেলেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র।
তবে বাবা রাজনীতিতে সক্রিয় থাকলেও অর্জুন সক্রিয় শোবিজে। নামকরা মডেল তিনি। অনেকদিন ধরেই আছেন মুম্বাই। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত তিনি। বলিউডে তার বন্ধুর সংখ্যাও কম না। তবে এ নিয়ে অর্জুন বা সারা কেউই কোনো মন্তব্য করেননি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]