
বিভিন্ন ফোন নম্বর থেকে একের পর এক হুমকি পেয়ে চলেছেন সালমান খান। গত ২৫ অক্টোবর তাকে খুনের হুমকি দিয়ে এক যুবক এখন পুলিশের হেফাজতে। আবারও ২ কোটি টাকা চেয়ে ফের সালমান খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল, ২ কোটি টাকা না দিলে অভিনেতা সালমান খানকে খুন করা হবে।
হুমকি ফোন পেয়ে ট্রাাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানায়। তারপর নম্বর ট্র্যাক করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দিনকয়েক আগেই সালমান খান এবং এনসিপি নেতা জিশান সিদ্দিককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশের নয়ডা থেকে এই অভিযোগে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। নির্মল নগর পুলিশের এক কর্তকর্তা জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে একটি হুমকি-বার্তা পাঠায়। তারপর একটি ভয়েস কলও করে সেখানে। এরপর তদন্ত করে যুবককে গ্রেফতার করা হয় সোমবার।
এই জিশান সিদ্দিকির বাবাই বাবা সিদ্দিকি। গত ১২ অক্টোবর বান্দ্রায় জিশানের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় তাকে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার অব্যবহিত পরেই দায় স্বীকার করে। ওয়াকিবহাল মহলের ধারণা, সালমানের সঙ্গে সম্পর্ক রাখাই বাবা সিদ্দিকির কাল হয়েছে।
চলতি মাসের ১৮ তারিখও হুমকি পেয়েছিলেন সালমান। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করে, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তার পাঠান এক ব্যক্তি। লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা শেষ করতে সালমানকে ৫ কোটি টাকা দিতে হবে বলে জানানো হয় হোয়াটসঅ্যাপ মেসেজে। টাকা না দিলে সালমানের অবস্থা বাবা সিদ্দিকের থেকে খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয়। সূত্র: এবিপি আনন্দ
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]