বিতর্কিত মন্তব্য করে বিপাকে সাই
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৬:০৪
বিতর্কিত মন্তব্য করে বিপাকে সাই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবিতে অভিনয় বলিউডে নাম লেখাতে যাচ্ছেন তিনি। ছবির কাজ চলমান রয়েছে। তবে এর মধ্যেই একটি মন্তব্য করে বিতর্কিত হলেন এই অভিনেত্রী।


সমস্যার সূত্রপাত একটি ভিডিও নিয়ে। ভিডিওটি এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।


সেই ভিডিওতে পল্লবী দাবি করেন, পাকিস্তানের মানুষের কাছে ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের মতোই। এই মন্তব্য শুনেই চটেছেন ভারতীয়দের একাংশ। ২০২২-এর এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন সাই পল্লবী।


দক্ষিণী অভিনেত্রী বলেছিলেন, ‘পাকিস্তানের মানুষ মনে করে, ভারতীয় সেনা আসলে একটি জঙ্গি সংগঠন। এটা ওদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের চোখে আবার বিষয়টা ঠিক উল্টো। দৃষ্টিভঙ্গি এই ভাবেই বদলে যায়। তাই হিংসার অর্থ আমি বুঝতে পারি না।’


এই ভিডিও দেখে ভারতীয়দের একাংশের বক্তব্য, ‘ভারত কি কখনও অন্য কোনও দেশে ঢুকে পড়েছে যে আমাদের জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করছেন? বরং ভারতের উপর বার বার আক্রমণ করা হয়েছে। বার বার ভারতের সীমান্তে পাকিস্তান ও চিন আক্রমণ করেছে। তাই ভারতীয় সেনাকে জঙ্গি সংগঠন বলা যায় না কোনও দৃষ্টিভঙ্গি থেকেই।’


সাইয়ের মন্তব্য শুনে একজন মন্তব্য করেছেন, ‘সত্যি খারাপ লাগছে, সাই রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন। ভারতীয় সেনা নিয়ে এত বড় মন্তব্য! হিন্দুদের কাছে এটা বড় অপমান। আমাদের বিশ্বাসে আঘাত লাগবে সাইকে সীতার চরিত্রে দেখলে।’


আর একজন আবার লিখেছেন, ‘ভারতীয় সেনা নিয়ে কোনও ধারণাই নেই সাইয়ের। ভারতীয় সেনা সীমান্ত ও দেশের নাগরিকদের রক্ষা করে। সাইয়ের থেকে এমন মন্তব্য আশা করিনি।’ সূত্র: আনন্দবাজার


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com