আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগী’
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:০১
আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগী’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দাতে অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। এই সিনেমা জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই অভিনেতাকে নতুন সিনেমায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ভক্তরা। এবার সেই অবসান ঘটল, জানা গেলে নিশোর নতুন সিনেমার শিরোনাম।


মাসখানেক ধরেই ঢালিউডে গুঞ্জন ছিল যে, নির্মাতা শিহাব শাহীনের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কয়েকদিন আগে পরিচালক সমিতিতে ‘দাগী’ নামে একটি সিনেমা নিবন্ধন করা হয়েছে, যা কিনা পরিচালনা করবেন শিহাব শাহীন।


এর আগে চলতি বছর ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই। সেই প্রতিষ্ঠানের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। এর মধ্যে একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।


এ বিষয়ে নির্মাতার মন্তব্য না পাওয়া গেলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাগী সিনেমাটির শুটিং শুরু হবে আসছে নভেম্বরের মাঝামাঝিতে। আর আগামী বছরের ঈদুল আজহায় এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com