এবার দুই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:০৪
এবার দুই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির আজ জন্মদিন। জীবনের ৩২ বসন্ত পার করে ৩৩ এ পা দিলেন এই অভিনেত্রী। প্রতিবারই জন্মদিন নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রাখেন পরীমনি। কিন্তু এবার কিছু কাছের মানুষ আর দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন তিনি।


গত বছর নানার মৃত্যু হয়। নানাই তার সব। আজ নানা নেই, তাই পরীর জন্মদিনে আনন্দ আর চাকচিক্যের দেখা নেই। তাই এবার সাদামাটা জন্মদিন পালন করলেন তিনি।


দুই সন্তান ও কাছের মানুষই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার এক কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরীমনি। ভক্তদের নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানা ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।


এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com