ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা জানালেন অভিষেক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা জানালেন অভিষেক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

একদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনের- এর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে নিমরত কৌরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। উভয় মিলিয়ে চর্চায় অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে, মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন ঐশ্বরিয়া। অন্যদিকে নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে অভিষেকের। আসল সত্যিটা কী?


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও, সেখানে অভিষেক বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। কারণ অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা তো ঘুরছে অনেকদিন থেকেই।


ভিডিওতে অভিষেককে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতেই চাই না। আপনারা সবাই মিলে কেবল কল্পনার ওপর ভর করে জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। দুঃখিত হলেও আমি জানি, আপনারা কেন এটা করছেন। আপনাদের প্রত্যেককেই তো গল্প লিখতে হবে। আমি সবটাই জানি। আমরা তারকা। আমাদের কাছে এটা খুব স্বাভাবিক। তবুও আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমরা এখনও বিবাহিত।’


যদিও এই কথা বলেছিলেন অভিষেক, কার্যত দায় চাপিয়েছিলেন সংবাদমাধ্যমের ওপরেই। তারপরেও একসঙ্গে, এক ফ্রেমে দেখা যায়নি তাদেরকে। কয়েকদিন আগে ঐশ্বরিয়াকে একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে মেয়ে আরাধ্যা থাকলেও অভিষেক ছিলেন না। সূত্র: এবিপি আনন্দ


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com