
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার শুরুটা হয়েছিলো বিজ্ঞাপন দিয়ে। এরপর থেকে নাটক-ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন তিনি। বেশ কিছু নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান তটিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে তটিনীকে নিয়ে।
প্রশ্নটি করা হয় তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুবকে। তাকে জিজ্ঞাসা করা হয় তটিনী দর্শকদের কাছে লক্ষ্মী, তবে তার দুষ্টুমিটা কী আসলে?
উত্তরে তৌসিফ বলেন, ওর দুষ্টুমিটা হচ্ছে— মাঝে মাঝে ডায়ালগ ভুলে যাওয়া। আবার ডায়ালগ দেওয়ার সময় হেসে দেয়। মানে খুবই দুঃখের সিন চলছে, যেমন একটু আগেই একটা স্যাড সিন করলাম, আমি ওকে স্যাড কিছু একটা বলছি। ওর রিঅ্যাকশন হবে চোখ দিয়ে পানি পড়া কিন্তু ফিক ফিক করে হেসে দিল! কি হলো?
তটিনী বলেন, ভাই আমার ওই ঘটনা মনে পড়েছে। আমি বলি, তুমি সিনের মধ্যে ঢুকো, আবার শুরু কর। মানে এমন ছোটমানুষি টাইপের দুষ্টুমি করে। এ ছাড়া কী আর করবে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]