এবার অ্যাকশন চরিত্রে আসছেন কাজল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১২:৫৪
এবার অ্যাকশন চরিত্রে আসছেন কাজল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নতুন এই সিনেমার নাম ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’। এটি পরিচালনা করছেন তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি।


সিনেমাটির দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসে তৃতীয় ও শেষ লটের শুটিং সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।


শেষ অংশে কাজলের বেশকিছু অ্যাকশন থাকবে জানিয়ে নির্মাতা বলেন, ‘আমরা এরই মধ্যে ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনমার একটি টিজার প্রকাশ করেছি। যেখানে কাজল ম্যামকে অ্যাকশন অবতারে প্রথমবার দেখেছে দর্শক। কিন্তু এটি জাস্ট ট্রেলার, এর থেকেও ভয়ংকর রূপে দেখা যাবে।’


নির্মাতা সিনেমাটি নিয়ে আরও বলেন, ‘মহারাগ্নিকে পর্দায় তুলে আনার এ জার্নি আমরা বেশ উপভোগ করছি। এর শুটিং এখন একদম শেষের দিকে। এ সিনেমার জন্য আমরা একঝাঁক তারকার সঙ্গে কাজ করেছি। আমি দর্শকদের একটি রোমাঞ্চকর গল্প উপহার দিতে চাই।’ এ ছাড়া কিছুদিন আগে ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।


‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনোময় কাজল ছাড়াও অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, সম্যুক্ত মেনন ও আদিত্য সিল। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে নির্মাতা সে বিষয়ে কিছুই জানাননি।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com