সেকশন ৩০২ : কে সত্য, কে মিথ্যা?
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৪৯
সেকশন ৩০২ : কে সত্য, কে মিথ্যা?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘অদ্ভুত এক রহস্যের জালে জড়িয়ে গেছে অনেক জীবন। কে সত্য, কে মিথ্যা?’ নতুন ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’-এর পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এমন ক্যাপশন।


১০ অক্টোবর, বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে কনটেন্টটির পোস্টার।


সেকশন ৩০২ নিয়ে জানতে চাইলে নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘এটা মূলত মার্ডার মিস্ট্রি ধাঁচের গল্প হলেও কমেডি আছে। যা দর্শকের কাছে প্রকল্পটিকে আরও উপভোগ্য করে তুলবে। শেষ পর্যন্ত দেখার আগে আপনি কখনোই জানবেন না কে আসল অপরাধী। এ ছাড়া এখানে অভিনয়শিল্পীদেরও নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকেরা। যেমন তাসনুভা তিশাকে আগে পুলিশ চরিত্রে দেখা যায়নি।’


শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমান প্রমুখ। কনটেন্টটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর।


নতুন কাজটি সম্পর্কে জানতে চাইলে তরুণ এই অভিনেতা বলেন, ‘আমি “মনির” নামে এক শিক্ষিত তরুণের চরিত্র করেছি, যে চাকরি পাচ্ছে না; বাধ্য হয়ে ডেলিভারি বয়ের চাকরি করে। হঠাৎই সে জড়িয়ে পড়ে এক উটকো ঝামেলায়। ধীরে ধীরে গল্পে আসে আরও নতুন নতুন চরিত্র। শেষ পর্যন্ত কী হয় ছেলেটির জীবনে—এমন গল্প দর্শককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে।’


নির্মাতা জানান, শিগগিরই ‘সেকশন ৩০২’-এর ট্রেলার মুক্তি পাবে। ১৮ অক্টোবর মুক্তি পাবে বঙ্গ অরিজিনাল ‘সেকশন ৩০২’। এদিন দেখা যাবে প্রকল্পটির প্রথম পর্ব ‘আয়নামহল’। দ্বিতীয় পর্ব মুক্তি কবে আসবে এখনো জানানো হয়নি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com