
শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর ঘাড়ে আঘাত লেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গেছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, হায়দরাবাদে চলছিল ‘গুদাচারি ২’ সিনেমার শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা।
অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। তবে দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই ছবির। পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #জি২। শুটিং চলছে।’
সিনেমাটি পরিচালনা করছেন আদিভি শেশে। ‘জি ২’ হলো আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিক্যুয়েল। এতে হাশমি ছাড়াও রয়েছেন শোভিতা ধুলিপালা, জগপতি বাবু প্রমুখ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]