
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরীন খান(৭৭) মারা গেছেন।
৭ অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন গায়ক।
মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লেখেন, সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মারা গেছেন আমাদের প্রিয় মা বেগম নওরীন খান। আকস্মিক এ ঘটনায় ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি আমরা।
তিনি আরও লেখেন, ভীষণ অমায়িক একজন মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন সবাই।
তবে গায়কের মা কখন, কোথায়, কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি আদনান সামি। তবে তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করছেন তার ভক্ত ও শোবিজ অঙ্গনের তারকারাও।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]