
টেস্ট সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও লজ্জার হার পেলো বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে করতে দেখা যায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। রীতিমতো টাইগারদের নিয়ে ‘ঠাট্টা’করেন এই অভিনেত্রী।
পাঠকদের জন্য চমকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—
‘হার্দিক পান্ডিয়ার শেষের ৩ বল দেখলেই বোঝা যায়, ভারত আমাদের আসলে কিভাবে ট্রিট করতে চায়। কি অসাধারণ একটি ম্যাচ ছিল তার জন্য!
বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এতো মায়া হচ্ছিল! আচ্ছা তাদেরকে আরেকটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না? মানলাম আমরা গরীব দেশ, তাই বলে আমাদের খেলোয়াড়দের ঠিক করে খাওয়াতে পারবো না? এতোটা কৃপণও কিন্তু আমরা নই।
আর দাদাদের যত কিছুই থাকুক না কেনো, আমাদের মতো এতো ইলিশ মাছ তো নেই। এরপর এভাবে পেটালে, সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি।’
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে চমকের কমেন্টসবক্সে। কেউ বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করেছেন, কেউ বা আবার চমকের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]