
বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান দিনে দিনে মহাতারকায় পরিণত হচ্ছেন। কিন্তু নিজের অনেক গল্পই আজও গোপন রেখেছেন তিনি।
বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মুখোমুখি হলে শাহরুখের সেই গোপন কথাগুলো প্রকাশ্যে চলে আসে। এবার এমনই একটি গোপন কথা প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তারা মুখোমুখি হয়েছিলেন। এ সময় ফটোগ্রাফার ডাব্বু শাহরুখের অনুমতি নিয়ে তার জীবনের একটি গোপন কথা জানান।
ডাব্বু বলেন, ‘এখন শাহরুখ যেমন সিনেমা নির্মাতাদের কাছে সেরা অভিনেতা, তেমনি ক্যারিয়ারের শুরুতেও শাহরুখ ফটোগ্রাফারদের কাছে ছিলেন শ্রেষ্ঠ মডেল। তাকে পেতে সবাই মুখিয়ে থাকতেন। তিনি ছবি তোলার জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়াতেন তখন পৃথিবীর সব কিছু ভুলে যেতেন।’
তিনি আরও বলেন, ‘আমি একদিন একটি লেকের সামনে একটি প্রতিষ্ঠানের মডেলিংয়ের জন্য ছবি তুলছিলাম। আমি শাহরুখকে যেভাবে পোজ দিতে নির্দেশনা দিচ্ছিলাম, ঠিক সেভাবেই তিনি দিচ্ছিলেন। এভাবে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দিতে শাহরুখ এক পর্যায়ে পাশের লেকের পানিতে নেমে যান। পানির মধ্যে নেমেও তিনি পোজ দিচ্ছিলেন। পরে আমি তাকে বললাম আপনি তো পানিতে নেমে গেছেন! এ কথা শুনে যেন শাহরুখ কিছুটা লজ্জা পেলেন। তিনি লাজুক হাসি দিয়ে বলেন- এ কথা আর কাউকে যেন না বলি।’
শাহরুখ শুরু থেকেই এমন পেশাদারিত্ব বজায় রেখেন কাজ করে আসছেন। ফলে তিনি তার ক্যারিয়ারের সাফল্যের চূঁড়ায় যেতে পেরেছেন, এটাই যেন বলতে চাইলেন সেই ফটোগ্রাফার।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]