‘চালচিত্র’ এর মাধ্যমে টালিউডে অভিষেক অপূর্বের
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৫:৫৪
‘চালচিত্র’ এর মাধ্যমে টালিউডে অভিষেক অপূর্বের
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর।


গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এলো সুখবর।


সিনেমায় এক রহস্যময় চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।


সিনেমাটি নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।


চালচিত্রর প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।


সিনেমায় অন্যান্য চরিত্রের মধ্যে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সবকিছু ঠিক থাকলে বড় দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’।


উল্লেখ্য, এর আগে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেছিলেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম সিনেমা। এবার দ্বিতীয় সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতার ভক্তরা।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com