
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত ‘দেবারা পার্ট ১’ গেল শুক্রবার মুক্তি পেয়েছে। কোরাতালা শিব পরিচালিত এই ছবি বক্স অফিসে শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে।
মুক্তি পেতে দেরি কিন্তু সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি এই সিনেমা। দুই দিনে বক্স অফিসে তুলে নিয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।
সিনেমা হলে লাইন ধরেছেন দর্শক। পর্দায় উপভোগ করছেন এনটিআর জুনিয়র ও জাহ্নবী কাপুরের রোমান্স। ঠিক তখন ভারতের অপ্সরা থিয়েটারে 'দেবারা'র বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জুনিয়র এনটিআর-এর এক ভক্ত। নাম মাস্তান ভ্যালি। বয়স হয়েছিল ৩৫।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির প্রদর্শনীর সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন। সবার মতো তিনিও উল্লাস করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, এনটিআর জুনিয়রকে সবশেষ দেখা যায় ‘আরআরআর’ সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর। কিন্তু পর্দায় ফেরেননি নায়ক। ফলে অনুরাগীদের অপেক্ষার প্রহর কাটছিল না। তা এবার সুদে আসলে ‘দেভারা: পার্ট ওয়ান’ দিয়ে পুষিয়ে দিচ্ছেন।
জাহ্নবীর চরিত্র এনটিআরের মতোই গুরুত্বপূর্ণ। সাইফ আলী খানকে খল চরিত্রে দেখা গেছে। তেলেগু নির্মাতা কোরাতাল শিবা পরিচালনা করেছেন ‘দেভারা: পার্ট ওয়ান’।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]