
অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন অভিনেত্রী অনন্যা পান্ডে। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি। বর্তমানে অভিনেত্রীর নতুন প্রেমিক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। তবে প্রেম নয়, বর্তমানে এই অভিনেত্রী চর্চায় আছেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার।
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’তে বেলার চরিত্রে অভিনয় করে আরও দর্শকদের মন জয় করেছেন। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। তবে পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি অনন্যাকে।
এ বিষয়ে সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিত নয়। কোনও সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিত। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকে না। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’
তিনি আরও বলেন, ‘যদি কোনও আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’
বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]