ফের একসঙ্গে মিম-সিয়াম
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৪
ফের একসঙ্গে মিম-সিয়াম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ, দুজনেই সময়ের জনপ্রিয় অভিনেতা। একসঙ্গে বড় পর্দায়ও অভিনয় করেছেন তারা। ফের একসঙ্গে কাজের সুযোগ হয়েছে তাদের। সম্প্রতি একটি দেশীয় ব্র্যান্ড এর ফটোশ্যুটে অংশ নিয়েছেন তারকাদ্বয়।


সিয়ামের সঙ্গে ফটোশ্যুটে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘সিয়াম আমার কাছের একজন সহশিল্পী। তার সঙ্গে ‘ইত্তেফাক’ সিনেমার কিছু কাজ করেছিলাম। তবে সিনেমাটির পুরো কাজ এখনও শেষ করেননি নির্মাতা। পরে ‘অন্তর্জাল’ সিনেমায় আমাদের জুটির অভিষেক হয়। দর্শকরা জুটি হিসেবে আমাদের বেশ গ্রহণ করেছেন। সম্প্রতি আবারও আমরা একসঙ্গে কাজ করেছি একটি দেশি ব্র্যান্ডের মডেল হয়ে। এটি দুর্গাপূজা উপলক্ষ্যে করা হয়েছে। এর আগেও একই প্রতিষ্ঠানের ফটোশ্যুটে আমরা হাজির হয়েছিলাম। আশা করছি নতুন কাজটিও সবার ভালো লাগবে।’


এদিকে মিম এরই মধ্যে শেষ করেছেন ওয়াহিদ তারিকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি প্রযোজনা করেছেন শমী কায়সার। এ সিনেমায় মিম প্রখ্যাত সাংবাদিক, লেখক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করেছেন। তবে পান্না কায়সারের চরিত্রে অভিনয় এবং ব্যক্তিগতভাবে তার সাথে দেখা দেখা হওয়ার আগেই পান্না কায়সার গত ৪ আগস্ট মৃত্যুবরণ করেন। সেদিনই মূলত পান্না কায়সারের সঙ্গে মিমের দেখা হওয়ার কথা ছিল।


অন্যদিকে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার শুটিং, ডাবিং শেষ করেছেন সিয়াম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সম্প্রতি তিনি ফিরেছেন বিজ্ঞাপনের শুটিংয়েও। এর মধ্যে সুজুকি, সেইলরের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। প্যারাসুটসহ আরও কয়েকটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলেও জানান সিয়াম।


বিবার্তা/এনএইচ/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com