আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭
আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবু ধাবিতে বলিউড তারকাদের নিয়ে ঝলমলে আয়োজনে সম্পন্ন হলো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) অ্যাওয়ার্ড।


এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাব জিতেছেন শাহরুখ খান। অন্যদিকে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানী মুখার্জি।


এদিকে মঞ্চে পারফর্ম করেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবদন্তি রেখা।


এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।


সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন করণ জোহর।


এ বছর যারা পেলেন আইফা পুরস্কার


সেরা সিনেমা: অ্যানিমেল,
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান),
সেরা অভিনেত্রী: রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে),
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল),
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল),
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি),
সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল),
সেরা গল্প: রকি অউর রানি কি প্রেম কাহানি,
সেরা গল্প (অ্যাডাপ্টেড): টুয়েলভথ ফেল,
সেরা সংগীত পরিচালনা: অ্যানিমেল,
সেরা সংগীতশিল্পী (পুরুষ): ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল),
সেরা সংগীতশিল্পী (মহিলা): শিল্পা রাও (ছলেয়া, জওয়ান),
সেরা গীতিকার: সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল),


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com