
ছাত্র-জনতার আন্দোলনকে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এই আন্দোলনে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এই নির্মাতা। অবশেষে শিক্ষার্থীদের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতা ঐক্যের জোরেই এটা সম্ভব হয়েছিল। সেই ঐক্যর বিষয়েই এবার ছাত্র-জনতাকে সচেতন করলেন ফারুকী।
২৮ সেপ্টেম্বর, শনিবার মধ্যরাতে ‘একটি গিটারের কথা’ শিরোনামে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই নির্মাতা। সেখানে তিনি ঐক্যের গুরুত্ব সম্পর্কে লিখেছেন। বোঝাতে চেয়েছেন, যে ঐক্যের জোরে ফ্যাসিস্টের পতন হয়েছিল, সেই ঐক্যের অভাবই এখন তাদের আনন্দের খোরাক জোগাবে।
ফারুকীর ভাষায়, ‘ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাটলিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে। আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে।’
নির্মাতা লিখেছেন, ‘আপনারা যত বিরোধে জড়াবেন তারা তত আনন্দে গিটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা পরস্পরবিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গিটার বাজাতে দিবেন। শুভরাত্রি।’
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]