
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও তার রূপ-লাবণ্যে এখনো মুগ্ধ অনুরাগীরা। এ ছাড়াও তার ফ্যাশন ও স্টাইল ভক্তদের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কখনো শাড়িতে, কখনো আবার খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন রুনা।
এবার নো মেকআপ লুকসে ধরা দিলেন রুনা খান। চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হাজির হলেন এই অভিনেত্রী। চুল ছাঁটার নেপথ্যের কারণও জানালেন রুনা খান।
মাস দুয়েক ধরে এক প্রকার নিভৃতেই ছিলেন রুনা। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিক মাধ্যমে সরব হলেন তিনি। আলাদা লুকে হাজির হলেন রুনা। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বয়সের ছাপ। চুল ছোট করে ফেলেছেন অভিনেত্রী।
ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রুনা লিখেছেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম, বিয়ের পরও একবার ই.ডব্লিউর ওপর জেদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সেই কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ই.ডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে!
তিনি আরও লিখেছেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেকগুলো নাটকের শুটিংও করেছি, দুই সময়েই বঁটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে। এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে!
অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই বঙ্গদেশে বেশির ভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না! আমিও পারি না! তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে।’
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]