মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪
মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হ্যারি পটার সিরিজের দুর্ধর্ষ প্রফেসর ও বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ( ৮৯) মারা গেছেন।


ব্রিটিশ গণমাধ্যমকে স্মিথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুই ছেলে টবি স্টিফেন্স ও ক্রিস লারকিন।


২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান বলে এক বিবৃতিতে জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, তার (ম্যাগি স্মিথ) শেষ দিনগুলোতে চেলসি ও ওয়েস্টমিনিস্টার হাসপাতালের কর্মীদের যত্ন এবং অকুণ্ঠ দয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। অনুরোধ করি আপনি এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।


স্মিথ ছিলেন তার প্রজন্মের অন্যতম সেরা ব্রিটিশ তারকা। পর্দা ও মঞ্চ সব জায়গাতেই তিনি ছিলেন অসাধারণ অভিনেত্রী। হ্যারি পটার সিনেমার সিরিজে দুর্ধর্ষ প্রফেসর ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করেন স্মিথ। সিরিজে তিনি গ্রিফিন্ডর হাউসের প্রধান ও অ্যালবাস ডাম্বলডোরের উপপ্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন।


বহু দশকের ক্যারিয়ারে দুটি অস্কার জিতেছেন স্মিথ। এছাড়া ৪টি এমিও রয়েছে তার অর্জনের ঝুঁলিতে, যার মধ্যে তিনটি ডাউনটন অ্যাবের জন্য এবং আটটি বাফটা পুরস্কার ছিল।


উল্লেখ্য, ১৯৩৪ সালে জন্মগ্রহণকারী স্মিথ কিশোর বয়সে অক্সফোর্ডের প্লেহাউস থিয়েটারে বোর্ডের মাধ্যমে অভিনয়ে পদচারণা শুরু করেন। তার আকর্ষণীয় কাজের মধ্যে রয়েছে সিস্টার অ্যাক্ট, গসফোর্ড পার্ক এবং দ্য লেডি ইন দ্য ভ্যান। ১৯৯০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘ডেম কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করেন।


স্মিথ প্রথমে রবার্ট স্টিফেন্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তিনি ১৯৭৫ সালে বেভারলি ক্রসকে বিয়ে করেছিলেন। ১৯৯৯ সালে ক্রসের মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গেই ছিলেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com