
মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। সম্প্রতি এক ভিডিও শেয়ার করে ভুলের জন্য হাত জোড় করে ক্ষমা চাইলেন তিনি।
কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। তাতে বলেছিলেন ‘আমি আবর্জনা ফেলব না।’ কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়ে তিনি ভুল উচ্চারণ করে বসেন। ভুলের কথাটি তাকে জানান, বন্ধুবর সুদেশ ভোঁসলে। ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের শাহেনশাহ। এরপর সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি।
অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন।” কেউ কেউ আবার জানিয়েছেন, শেখার কোনও বয়স হয় না সে কথা বিগ বি আবারও প্রমাণ করলেন। আর এই কারণেই তিনি এতদিন ধরে বলিউডে রাজত্ব করছেন।’
অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি’ সিনেমাতে। এতে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটির জন্য তুমুল প্রশংসাও পেয়েছেন। এদিকে আবার জল্পনা, রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমায় তার কণ্ঠ শোনা যাবে, তাও আবার জটায়ুর চরিত্রে।
শোনা গেছে, জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এছাড়াও কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে লারা দত্তকে। দশরথের ভূমিকায় অরুণ গোভিল। যিনি ছোটপর্দার রামচন্দ্র হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]