টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সোহম চক্রবর্তী ও ইধিকা পাল। এই তারকা জুটি নিয়ে পরিচালক আকাশ মালাকার নির্মাণ করছেন 'বহুরূপ' শিরোনামের একটি সিনেমা।
ইতোমধ্যে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। কয়েক ধাপে শুটিং হবার পর এবার নাকি বন্ধ হয়ে গেছে! গুঞ্জন উঠেছে পারিশ্রমিক বকেয়া থাকায় বন্ধ হয়েছে ছবিটির কাজ।
এই অর্থাভাব কাটাতে প্রযোজককে বেশ কয়েক দফা অনুরোধ করেন পরিচালক। তিনি যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার দৃশ্যধারণ শেষ করতে চান৷
ভারতীয় সংবাদমাধ্যমের কাছে ছবির পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে নেন। কিন্তু ছবির শুটিং যে বন্ধ হয়েছে, তা মানতে নারাজ পরিচালক।
আকাশ বলেন, পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করেছেন। আর ছবির শুটিং বন্ধ হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।
ছবি ঘোষণার সময়ে জানানো হয়েছিল, এতে সোহমকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। কারণ, ছবিতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল। হঠাৎ শুটিং বন্ধে যেন ছন্দপতন ঘটল।
বিবার্তা/জেএইচ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]