দীর্ঘ ৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮
দীর্ঘ ৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৯ বছর পর হিন্দি সিনেমার প্লেব্যাকে ফিরছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় গায়ক আদনান সামি। এবার 'কাসুর' এবং 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা' নামের দুইটি ছবিতে গান গেয়েছেন তিনি।


বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে আদনান সামি বলেন, এটা একেবারেই প্ল্যান করে, হিসেব করে করিনি। কিন্তু হয়ে গেল। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হবো বলে সময় লাগত। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয় এই সেদিন 'বজরঙ্গী ভাইজান' হলো আর তাতে আমি 'ভর দো ঝোলি' গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।


তিনি আরও বলেন, আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিংয়ে ফিরেছি। স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।


সামি মশকরা করে জানান, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com