ভিসা জটিলতায় ভারত যেতে পারছেন না পরীমনি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩
ভিসা জটিলতায় ভারত যেতে পারছেন না পরীমনি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো টালিউডে অভিনয় করছেন এপার বাংলার জনপ্রিয় নায়িকা পরীমনি। সিনেমার নাম ‘ফেলুবকশি’। পাঁচ মাস আগে এটির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যান নায়িকা। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন ভারতে যেতে পারছেন না তিনি।


এ প্রসঙ্গে পরীমনি বলেন, 'আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই মুক্তি পাক সিনেমাটি।'


ফেলুবকশি ছবিতে কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন পরী। এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ থাকার কারণ হিসেবে তিনি বলেন, 'নতুন এই সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করেই এই খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।'


উল্লেখ্য, গত ৮ আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হওয়ার কথা ছিল নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'। তবে তখন দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সিরিজটিতে পরীকে দেখা যাবে সুপ্তি চরিত্রে। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি মুক্তির কথা রয়েছে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com